দুই যুগ আগে দায়ের হওয়া ডাকাতি মামলায় ১০ ডাকাতকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে আদালত। আজ এ আদেশ দেন চট্টগ্রামের পঞ্চম অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. নূরে আলম। একই সাথে অভিযোগ প্রমাণিত না হওয়ায় দুই আসামিকে বেকসুর খালাস দেয়া হয়।
চট্টগ্রামের অতিরিক্ত জেলা পিপি অ্যাডভোকেট লোকমান হোসেন চৌধুরী জানান, ১৯৯২ সালের ১ ফেব্রুয়ারি আনোয়ারা উপজেলার দুধকুমড়া গ্রামে ডাকাতির ঘটনা ঘটে। এ ঘটনায় মোস্তাক আহমেদের দায়ের করা মামলায় ১৯৯২ সালের ৮ জুন আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। এতে ১২ জনকে আসামি করা হয়। ২০০২ সালের ২৫ মার্চ আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত। অভিযোগ প্রমাণে পাঁচ জনের সাক্ষ্য নেয় রাষ্ট্রপক্ষ। আজ এ মামলার আদেশ দেয় আদালত। আদেশে নুরুল ইসলাম নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দিয়েছেন। আরও ৯ জনকে ১০ বছর করে কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড দিয়েছে আদালত।
বিডি প্রতিদিন/এ মজুমদার