তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, তথ্য ভান্ডারে জনগণ প্রবেশাধিকার পেলে সুশাসন নিশ্চিত ও দুর্নীতি দূর হবে। আজ জাতীয় প্রেসক্লাবের সামনে আর্ন্তজাতিক তথ্য অধিকার দিবসের বর্ণাঢ্য র্যালির উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা জানান। তথ্যে প্রবেশাধিকারের মাধ্যমে টেকসই উন্নয়ন করি এ প্রতিবাদ্য নিয়ে এ র্যালির আয়োজন করে তথ্য কমিশন।
হাসানুল হক ইনু বলেন, দেশে কয়েকটি সমস্যা বিরাজ করছে। এগুলো হলো: সুশাসনের সমস্যা, ইতিহাস বিকৃতি, বৈষম্য, দুর্নীতি ও প্রসাশনের জবাবদিহিতার সমস্যা। জনগণ তথ্য ভান্ডারে প্রবেশের সুযোগ পেলে এসব সমস্যা দূর হবে। তথ্যমন্ত্রী বলেন, জনগণের তথ্য অধিকার নিশ্চিত করতে সরকার ২৫ হাজার ওয়েব পোর্টাল তৈরি করেছে। এ পোর্টালগুলো সুশাসনের সমস্যা, ইতিহাস বিকৃতি, বৈষম্য, দুর্নীতি ও প্রসাশনের জবাবদিহিতার দূর করতে সাহায্য করবে।
র্যালিতে তথ্য কমিশনার নেপাল চন্দ্র সরকারসহ কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।