বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান বলেছেন, বুলেটের চেয়ে শক্তিশালী ব্যালট। আর সেই ব্যালট প্রতিষ্ঠার পরিবেশ আমাদেরই করতে হবে। এ পরিবেশ আলোচনার মাধ্যমেও তৈরি হতে পারে। আলোচনায় সমাধান নাহলে আন্দোলনের মাধ্যমে সেই পরিবেশ তৈরি করতে হবে।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহ'র প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বুধবার জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত আলোচনা সভায় আব্দুল্লাহ আল নোমান এসব কথা বলেন।
জাতীয় গণতান্ত্রিক আন্দোলনের আয়োজিত এ সভায় সংগঠনের উপদেষ্টা আলহাজ এ কে এম মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে এবং সংগঠনের সভাপতি এম জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় আরও বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আযম খান, নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহাম্মদ রহমতউল্লাহ, ছাত্রদলের সহ-সভাপতি মামুন বিল্লাহ, জাতীয় দলের চেয়ারম্যান অ্যাড সৈয়দ এসানুল হুদা, এনডিপির ভারপ্রাপ্ত মহাসচিব মঞ্জুর হোসেন ঈশা, সংগঠনের সাধারণ সম্পাদক আলামিন খান ও সাংগঠনিক সম্পাদক মুসা ফরাজী।
আব্দুল্লাহ আল নোমান বলেন, জনবিচ্ছিন্ন সরকার রোহিঙ্গাদের নিয়েও রাজনীতি করছে। প্রাণভয়ে মিয়ানমার থেকে পালিয়ে আসা নির্যাতিত রোহিঙ্গাদের নিয়ে বিএনপি নয়, রাজনীতি করছেন আওয়ামী লীগ এবং দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এখনও কক্সবাজারে অবস্থান করে আনুষ্ঠানিকভাবে ব্যানার নিয়ে রোহিঙ্গাদের মাঝে ত্রাণ বিতরণ করছেন। কিন্তু আমরা স্থানীয় জেলা প্রশাসনকে প্রধান করে একটি টিমের মাধ্যমে ত্রাণ বিতরণ করছি। অথচ আমাদের সেই গেটের সামনেই যেতে দেয়া হচ্ছে না। আওয়ামী লীগ ছাড়া অন্য কোনো রাজনৈতিক দল রোহিঙ্গাদের মাঝে কোনো কর্মকাণ্ড করতে পারছে না।
বিডি প্রতিদিন/২৮ সেপ্টেম্বর, ২০১৭/ফারজানা