জাতীয় পার্টির সাবেক মহাসচিব জিয়াউদ্দিন আহমদ বাবলু এমপি বলেছেন, রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরিয়ে নিতে বাধ্য করতে হবে। আন্তর্জাতিক পর্যায়েও এখন যা হচ্ছে, তা লিপসার্ভিস হচ্ছে। শুধু মুখে বললে হবে না। ওদের ফিরিয়ে নিতে মিয়ানমার সরকারকে চাপ দিতে হবে। ভারত, চীন আমাদের বন্ধু। তাদের বন্ধুত্বের ভার নিতে হবে।
বৃহস্পতিবার সন্ধ্যায় চট্টগ্রাম সার্কিট হাউসে এক গুণীজন সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আসামের সিনিয়র সাংবাদিক মিলন লস্করের সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী, চট্টগ্রাম মা-শিশু ও জেনারেল হাসপাতালের পরিচালনা পরিষদের সহ সভাপতি এস এম মোরশেদ হোসেন, কলামিস্ট ড. মাসুম চৌধুরী ও শাখাওয়াত হোসেন মজনু, সাংবাদিক মিজানুর রহমান চৌধুরী প্রমুখ।
বিডি প্রতিদিন/ সালাহ উদ্দীন