চট্টগ্রামে প্যান্টের পকেট থেকে ১১৫০ পিস ইয়াবাসহ শাহাদাত হোসেন (৪০) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
বুধবার ভোরে নগরীর বাকলিয়া থানার শাহ আমানত ব্রিজের গোলচত্বর এলাকা থেকে ইয়াবাগুলো উদ্ধার করা হয়।
শাহাদাত চাঁদপুর জেলার মতলব থানার খিজিরপুর এলাকার আবদুল মজিদ মিয়াজীর ছেলে।
বাকলিয়া থানার এসআই বেলাল উদ্দিন বলেন, কক্সবাজার থেকে চট্টগ্রাম নগরে আসার পথে অভিযান চালিয়ে ১১৫০ পিস ইয়াবাসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণে আইনে মামলা দায়ের করা হয়েছে।
বিডি-প্রতিদিন/০৮ নভেম্বর, ২০১৭/মাহবুব