সোহরাওয়ার্দীতে সমাবেশে করার জন্য সরকারের সর্বাত্মক সহায়তা আশা করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগী বলেছেন, আশা করি, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আগামী ১২ নভেম্বর রবিবার সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশে করার জন্য আমাদের সর্বাত্মক সহায়তা করবে সরকার। আজ রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক যৌথসভা শেষে তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। সমাবেশের অনুমতি পেয়েছেন কী না? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এখনও পায়নি। তবে আমরা আশা করছি, সমাবেশের অনুমতি পাব।
কেন্দ্রীয় কার্যালয়ের সংবাদ সম্মেলনে বিএনপির কেন্দ্রীয় নেতা আমান উল্লাহ আমান, শামসুজ্জামান দুদু, রুহুল কবির রিজভী প্রমুখ উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার