চট্টগ্রামে ২১ বছর আগে এক জনকে খুনের মামলায় দুই জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে চট্টগ্রামের একটি আদালত। আজ চট্টগ্রাম বিভাগীয় জননিরাপত্তা ট্রাইব্যুনালের বিচারক (বিশেষ জজ) হোসনে আরা এই রায় দেন। দণ্ডিতরা হলেন, এরশাদ ও মোছলেম উদ্দিন প্রকাশ বাবুইয়া। বর্তমানে তারা পলাতক।
জননিরাপত্তা ট্রাইব্যুনালে দায়িত্বরত কৌঁসুলি জাহাঙ্গীর আলম বলেন, ‘মামলায় আদালত দুই জনের যাবজ্জীবন ও তাদের প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেন। এ ছাড়া আদালত অভিযোগ প্রমাণ না হওয়ায় আরও দুই আসামিকে বেকসুর খালাস দিয়েছেন।’
আদালত সূত্রে জানা যায়, ১৯৯৬ সালের ১০ ডিসেম্বর সকাল সাড়ে ৯টার দিকে নগরীর হাজীপাড়া এলাকায় রাজস্থান হোটেল থেকে চা খেয়ে বের হওয়ার সময় আবু তাহের নামে একজন ছুরিকাঘাতে খুন হন। পূর্ব শক্রতার জেরে এই খুনের ঘটনা উল্লেখ করে তার বাবা আবুল খায়ের চারজনকে আসামি করে ডবলমুরিং থানায় মামলা দায়ের করেন। ১৯৯৭ সালের ২৭ জুলাই আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিলের পর অভিযোগ গঠন করেন আদালত। রাষ্ট্রপক্ষ ১১ জনকে সাক্ষী হিসেবে আদালতে উপস্থাপন করে।
বিডি প্রতিদিন/এ মজুমদার