সুন্দরবনে জলদস্যুদের হাতে অপহৃত ১৭ জেলেকে বৃহস্পতিবার উদ্ধার করেছে র্যাব-৬ এর সদস্যরা। এসময় অস্ত্রসহ জলদস্যু ‘নুর আলম’ বাহিনীর দুই সদস্যকে গ্রেফতার করা হয়।
র্যাব সদস্যরা জানায়, পশ্চিম সুন্দরবনের মালঞ্চ ও কলাগাছিয়া খাল থেকে ১০/১২ দিন আগে এই জেলেদের অপহরণ করা হয়। পরে তাদের নির্যাতনের খবর দিয়ে পরিবারের কাছে মুক্তিপণের টাকা দাবি করা হয়।
বৃহস্পতিবার খুলনা র্যাব-৬ এর কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে র্যাব-৬ এর অধিনায়ক খন্দকার রফিকুল ইসলাম জানান, মুন্সিগঞ্জ ক্যাম্পের র্যাব সদস্যরা সুন্দরবনের মালঞ্চ নদীর টাটের ভাড়ানী থেকে জলদস্যু বাহিনীর সদস্য খাইরুল গাজী (২০) ও সেলিম গাজীকে (২২) অস্ত্রসহ গ্রেফতার করে। পরে বিশেষ অভিযানে ডাকাতদের ব্যবহৃত ২টি ডিঙ্গী নৌকা আটক ও অপহৃত ১৭ জেলেকে আহত অবস্থায় উদ্ধার করা হয়। আহত জেলেদের মুন্সিগঞ্জ ক্যাম্পে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
বিডি-প্রতিদিন/০৯ নভেম্বর, ২০১৭/মাহবুব