খুলনায় প্রথমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে শহীদ শেখ আবু নাসের টি-টোয়েন্টি গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্ট।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ভাই এর নামে এই টুর্নামেন্টকে ঘিরে খুলনা পরিণত হয়েছে উৎসবের নগরীতে।
ক্রিকেট টুর্নামেন্ট উপলক্ষে পুরো নগরীতে রঙিন আলোয় আলোকিত করা হয়েছে। সেই সাথে মোড়ে মোড়ে তোরণ-প্যানায় ছড়িয়েছে উৎসবের রঙ।
বৃহস্পতিবার টুর্নামেন্ট উপলক্ষে নগরীতে বের করা হয় বর্ণাঢ্য র্যালি। এতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক শেখ সোহেল, সংসদ সদস্য তালুকদার আব্দুল খালেক ও মিজানুর রহমান উপস্থিত ছিলেন।
খুলনা সার্কিট হাউস মাঠ থেকে শুরু হয়ে র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা স্টেডিয়ামে এসে শেষ হয়। র্যালিতে খুলনার ঐতিহ্য ও সাংস্কৃতির বিভিন্ন প্রতিকৃতি তুলে ধরা হয়। এছাড়া বিকালে নগরীর শিববাড়ি মোড়ে টুর্নামেন্টে অংশগ্রহণকারী ১৬ দলের জার্সি ও ট্রফি উম্মোচন এবং একই স্থানে উম্মুক্ত কনসার্টের আয়োজন করা হয়।
জানা যায়, শেখ আবু নাসেরের সন্তান ও ক্রিকেট বোর্ডের পরিচালক শেখ সোহেলের পৃষ্ঠপোষকতায় খুলনা জেলা ক্রীড়া সংস্থা এ ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করেছে।
শুক্রবার বেলা ১১ টায় খুলনা আবু নাসের স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হবে। প্রতিদিন দু’টি করে খেলা অনুষ্ঠিত হবে।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন