সাম্প্রদায়িকতা, জঙ্গিবাদ ও দুর্নীতিমুক্ত অগ্রসর বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন বরিশালের সচেতন নাগরিকরা। একই সঙ্গে একমূখী শিক্ষা ব্যবস্থা, মাদক, অস্ত্র ও সন্ত্রাসের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহবান জানিয়েছেন তারা।
বৃহষ্পতিবার দিনব্যাপী নগরীর রায় রোডে আবদুল খালেক খান গণপাঠাগার ও মিলনায়তনে সম্মিলিত সামাজিক আন্দোলন বরিশালের বিভাগীয় প্রতিনিধি সম্মেলনে এই আহ্বান জানানো হয়।
সম্মিলিত সামাজিক আন্দোলন বরিশালের সভাপতি অধ্যাপক টুনু রানী কর্মকারের সভাপতিত্বে প্রতিনিধি সম্মেলনে বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মু. জিয়াউল হক বলেন, মাদক ও অবৈধ অস্ত্র ও দুর্নীতি একই সঙ্গে অবস্থান করে। এখান থেকে মুক্তি পেতে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। সামাজিক নিরাপত্তা না থাকায় অনিয়ম দুর্নীতি দেখলেও মুখ ফিরিয়ে চলে যাই। অনেক সময় সামজিক দায়িত্ববোধ এড়িয়ে যাই। এ ব্যাপারে সবাইকে সচেতন হতে হবে।
অন্যান্যের মধ্যে সম্মেলনে বক্তব্য রাখেন, সম্মিলিত সামাজিক আন্দোলন কেন্দ্রীয় কমিটির সভাপতি মণ্ডলীর সদস্য অধ্যাপক নূর মোহাম্মদ তালুকদার, সাংগঠনিক সম্পাদক সৈয়দ জাহিদুল ইসলাম, ব্রজমোহন কলেজের সদ্য সাবেক অধ্যক্ষ অধ্যাপক স.ম. ইমানুল হাকিম, প্রবীণ চিকিৎসক সৈয়দ হাবিবুর রহমান, সচেতন নাগরিক সমাজের সদস্য সচিব ডা. মিজানুর রহমান, জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি অধ্যাপক নজরুল হক নীলু, জেলা গণফোরাম সভাপতি হিরণ কুমার দাস, বরগুনা জেলা সামাজিক আন্দোলনের সোহেলী পারভীন, পটুয়াখালী জেলার অতুল চন্দ্র দাস, বরিশালের সদস্য সচিব কাজী এনায়েত হোসেন ও উন্নয়ন সংগঠক আনোয়ার জাহিদ প্রমুখ।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন