চট্টগ্রাম চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এবং সোসাইটি অফ চিটাগাং আইটি প্রফেশনালস এর যৌথ উদ্যোগে চট্টগ্রামে অনুষ্ঠিত হবে তিন দিনব্যাপী আইটি মেলা।
শনিবার থেকে নগরের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে অনুষ্ঠিতব্য মেলা প্রতিদিন চলবে সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত।
বৃহস্পতিবার দুপুরে বঙ্গবন্ধু সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ সব তথ্য জানান চট্টগ্রাম চেম্বার সভাপতি মাহবুবুল আলম।
এ সময় উপস্থিত ছিলেন চেম্বারের সহসভাপতি ও মেলা আয়োজক কমিটির আহ্বায়ক সৈয়দ জামাল, চেম্বার পরিচালক এম এ মোতালেব, অহীদ সিরাজ চৌধুরী (স্বপন), চেম্বারের সাবেক পরিচালক মাহফুজুল হক শাহ, নকিয়ার রিজিওনাল বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার মো. মোজাম্মেল, স্মার্ট টেকনোলজির রিজিওনাল হেড কাজী রাসেল প্রমুখ।
সংবাদ সম্মেলনে বলা হয়, শনিবার সকাল ১১টায় মেলার উদ্বোধন করবেন বিভাগীয় কমিশনার মো. আবদুল মান্নান। সবার জন্য উন্মুক্ত থাকা এ মেলায় অংশ নিবে দেশের স্বনামধন্য ২৬টি প্রতিষ্ঠানের ৫০টি স্টল। এছাড়া ভারতের দিল্লির একটি নামকরা প্রতিষ্ঠানও মেলায় অংশ নিচ্ছে। মেলার গোল্ড স্পন্সর হিসেবে নকিয়া ও স্মার্ট টেকনোলজির (বিডি) স্টল থাকছে। টেকনোলজি পার্টনার হিসেবে থাকছে লিংক থ্রি, সাইবার পার্টনার সফোজ এবং ফুড পার্টনার হিসেবে থাকছে বনফুল।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন