সিলেটের কানাইঘাটে অবৈধভাবে পাথর উত্তোলন করতে গিয়ে মাটি চাপায় ৬ জন নিহতের ঘটনায় দায়েরকৃত মামলায় একব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার ভোররাতে নূরুল আম্বিয়া নামক ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়। নূরুল আম্বিয়া (৩৫) কানাইঘাট উপজেলার লক্ষ্মীপ্রসাদ ইউনিয়নের চান্দালা গ্রামের নজির আহমদের ছেলে।
কানাইঘাট থানার ওসি আবদুল আহাদ জানান, যে জায়গা থেকে পাথর উত্তোলন করা হয়েছিল ওই জায়গার দখলীয় মালিক নূরুল আম্বিয়া। মাটি চাপায় নিহতের ঘটনায় দায়েরকৃত মামলার আসামিও ছিলেন তিনি। বৃহস্পতিবার ভোর রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে আজই তাকে আদালতে হাজির করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
প্রসঙ্গত, গত মঙ্গলবার কানাইঘাটের মোলাগুল বাংলাটিলা এলাকায় লোভাছড়া নদীর তীর কেটে পাথর উত্তোলনের সময় মাটি চাপায় ৬ জন নিহত হয়। এ ঘটনায় কানাইঘাট থানার উপ পরিদর্শক রাজীব মন্ডল বাদী হয়ে ৮ জনের নাম উল্লেখ করে থানায় মামলা দায়ের করেন।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন