রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আন্তর্জাতিক প্রতারক চক্রের তিন বিদেশি নাগরিককে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-র্যাব-১।
বৃহস্পতিবার দিনগত রাতে এ অভিযান চালানো হয়।
র্যাব-১ সূত্রে জানা যায়, আটক তিনজনই ক্যামেরুনের নাগরিক। একজন ব্যাংক কর্মকর্তার বিপুল পরিমাণ টাকা নিয়ে প্রতারণা করার অভিযোগে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৬২ লাখ টাকার সমপরিমাণ ইউরো ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
এছাড়া আজ শুক্রবার বেলা ১২টায় রাজধানীর কারওয়ান বাজারের র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।
বিডি প্রতিদিন/১০ নভেম্বর ২০১৭/এনায়েত করিম