চট্টগ্রামে মোবাইল চার্জ দিতে গিয়ে মোহাম্মদ আলী নামে এক তরুণ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত হয়েছেন।
বৃহস্পতিবার রাতে নগরীর বায়েজীদ থানাধীন অক্সিজেন এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আলী ওই এলাকার আবদুস সালামের ছেলে।
চমেক হাসপাতাল সুত্রে জানা যায়, রাতে মোবাইলে চার্জ দিতে যান আলী। এসময় বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে পরিবারের লোকজন উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন