বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়া আর কারো নামে আওয়ামী লীগের সমাবেশে স্লোগান না দেওয়ার আহ্বান জানিয়েছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী।
শনিবার নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগ কার্যালয়ে মহানগর যুবলীগ আয়োজিত প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক সভায় দলীয় কর্মীদের উদ্দেশ্যে তিনি এ কথা বলেন।
প্রধান অতিথির বক্তৃতায় আইভি বলেন, দলীয় আদর্শে উজ্জীবিত হয়ে দল করতে হবে। কারো ব্যক্তি লীগ করা যাবে না, আওয়ামী লীগ করতে আসলে আওয়ামী লীগ-ই করতে হবে। দলীয় নেতাদের ঐক্যবদ্ধ হয়ে দলের জন্য কাজ করতে হবে। দলকে সংগঠিত করতে হবে।
সভায় মহানগর যুবলীগের সভাপতি আহম্মদ আলী রেজা উজ্জ্বলের সভাপতিত্বে বক্তৃতা করেন আওয়ামী লীগ নেতা আরজু রহমান ভূইয়া, জেলা যুবলীগের সভাপতি আব্দুল কাদির, জেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক নিজাম উদ্দিন, যুবলীগ নেতা জাহাঙ্গীর আলম, মামুন ভূইয়া প্রমুখ।
বিডি প্রতিদিন/১১ নভেম্বর ২০১৭/এনায়েত করিম