রাজশাহীতে সাত দফা দাবিতে মানববন্ধন করেছে সড়ক ও জনপথ শ্রমিক কর্মচারী ইউনিয়ন।
কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচি অনুযায়ী সড়ক ও জনপথ শ্রমিক কর্মচারী ইউনিয়ন জেলা সংসদের উদ্যোগে রবিবার বেলা ১১টা থেকে ঘণ্টাব্যাপী সাহেববাজার জিরোপয়েন্টে এ কর্মসূচি পালিত হয়।
কর্মসূচিতে সড়ক ও জনপথ অধিদফতরের সাত হাজার ৫৯ জন ওয়ার্কচার্জড শ্রমিক কর্মচারীর নিয়মিত করা লক্ষ্যে দ্রুত সময়ের মধ্যে তাদের ঘোষিত সাত দফা পূরণের জোর দাবি জানানো হয়। তাদের দাবি পূরণ না হলে কর্মবিরতি পালনসহ কঠোর কর্মসূচি ঘোষণারও হুঁশিয়ারি উচ্চারণ করা হয়।
মানববন্ধন কর্মসূচি চলাকালে বক্তব্য রাখেন- সওজ শ্রমিক কর্মচারী ইউনিয়নের জেলা সভাপতি সৈয়দ রেজাউল করিম বুলবুল ও সাধারণ সম্পাদক আসিক হোসেন সজল। এ সময় সওজের শ্রমিক-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন