চট্টগ্রামে ভারতীয় শিক্ষার্থী মোহাম্মদ আতিফ শেখ খুনের ঘটনায় একই দেশের আরেক শিক্ষার্থী মাইসনাম উইলসন সিংকে জিজ্ঞাসাবাদের জন্য আবারো দুইদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
রবিবার চট্টগ্রাম মহানগর হাকিম মো. সফিউদ্দিন এ আদেশ দেন। এর আগে উইলসনকে দুই দফা রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করেছিল মামলার তদন্তকারী সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
নগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (প্রসিকিউশন) নির্মলেন্দু বিকাশ চক্রবর্তী বলেন, মামলার তদন্তকারী কর্মকর্তা পিবিআই পরিদর্শক পাঁচদিনের রিমান্ডের আবেদন করেছিলেন। শুনানি শেষে আদালত দুইদিন মঞ্জুর করেছেন।’
আদালত সূত্রে জানা যায়, গত ১৪ জুলাই গভীর রাতে আকবর শাহ থানার আব্দুল হামিদ সড়কের ছয় তলা ভবনের পঞ্চম তলা থেকে রক্তাক্ত অবস্থায় আতিফ শেখ এবং আহত অবস্থায় উইলসন সিংকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। হাসপাতালে আতিফ শেখকে মৃত ঘোষণা করা হয়। তারা দুইজনই ইউএসটিসির এমবিবিএস চতুর্থ বর্ষের শিক্ষার্থী। একই বাসায় তাদের সঙ্গে ইউএসটিসিতে অধ্যয়নরত ভারতীয় শিক্ষার্থী নিরাজ গুরু ও তার স্ত্রীসহ মোট পাঁচজন থাকতেন। হত্যাকাণ্ডের চারদিন পর আতিফের বাবা আব্দুল খালেক আকবর শাহ থানায় মামলা দায়ের করেন। মামলায় সুনির্দিষ্টভাবে কাউকে অভিযুক্ত করা না হলেও নিরাজ গুরুসহ আটজনকে সন্দেহের তালিকায় রেখেছেন বাদি। পরে ১৯ জুলাই নিরাজকে আটক করে আকবর শাহ থানা পুলিশ। ২৩ জুলাই আটক করা হয়েছে উইলসন সিংকে। দুই দফা রিমান্ডে জিজ্ঞাসাবাদে উইলসন ঘটনার বিষয়ে কিছুই মনে পড়ছে না বলে তথ্য দেন পিবিআই কর্মকর্তাদের।
এরপর তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে আদালতের নির্দেশে উইলসনের মানসিক সুস্থতা নিরূপণে মেডিকেল বোর্ড গঠন করা হয়। মেডিকেল বোর্ড উইলসনকে সম্পূর্ণ সুস্থ বলে প্রতিবেদন দেয়। এরপর তদন্ত কর্মকর্তা আদালতে আবারো রিমান্ডের আবেদন জানান।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন