রাজধানীর মোহাম্মদপুর নবদয় হাউজিং এলাকায় খোকন (৩৫) নামের এক মুরগি ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। শনিবার দিবাগত রাত ১১টার দিকে গুরুতর আহত অবস্থায় খোকনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়।
জানা যায়, খোকন রাতে নবদয় হাউজিং এলাকায় ব্যবসায়িক কাজ শেষে টাকা নিয়ে সাইকেল চালিয়ে বাসায় ফিরছিলেন। এ সময় ৩-৪ জন ছিনতাইকারী তাঁর গতিরোধ করে বাকবিতন্ডার এক পর্যায়ে ছিনকাইকারীদের ছুরকাঘাতে খোকন আহত হন। তাঁর সঙ্গে থাকা এক লাখ টাকা নিয়ে যায় ছিনতাইকারীরা। পরে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা হয়।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া জানান, মোহাম্মদপুর থানায় বিষয়টি জানানো হয়েছে। খোকন হাসপাতালে ভর্তি রয়েছেন।
বিডি প্রতিদিন/১৪ জানুয়ারি ২০১৮/হিমেল