চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলরদের সংগঠন এক্স কাউন্সিলর ফোরাম প্রয়াত সাবেক মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীর শোকসভা করার সিদ্ধান্ত নিয়েছে।
শনিবার রাতে ফোরামের এক বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়।
পাথরঘাটা ওয়ার্ডের সাবেক কাউন্সিলর জালাল উদ্দিন ইকবালের সভাপতিত্বে এ সভায় দেয়ানবাজার ওয়ার্ডের সাবেক কাউন্সিলর পেয়ার মোহাম্মদকে সভাপতি সরাইপাড়া ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শামসুল আলমকে সহ-সভাপতি, চান্দগাঁও ওয়ার্ডের নুরুল হুদা লালুকে সদস্য সচিব, বাকলিয়ার সাবেক কাউন্সিলর মোহাম্মদ তৈয়বকে সহ-কারি সচিব করে শোকসভা’র আয়োজক কমিটি গঠন করা হয়।
এসময় আলোচনায় অংশগ্রহণ করেন মোহরার সাবেক কাউন্সিলর নাজিম উদ্দিন আহমেদ, পূর্ব ষোলশহরের সাবেক কাউন্সিলর আনোয়র হোসেন, পাঠানটুলি ওয়ার্ডের সাবেক কাউন্সিলর নিয়াজ মোহাম্মদ খান, মাদারবাড়ি ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আলী বক্স, পশ্চিম বাকলিয়া ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শহীদুল আলম, পাঠানটুলি ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এএসএম জাফর, জামাল খান ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এমএ নাছের ও ফোরামের সদস্য সচিব মুহাম্মদ জামাল হোসেন।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন