৫১তম ট্রেইন রিক্রুট কনস্টেবল (টিআরসি) ব্যাচের শিক্ষা সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে খুলনা পুলিশ ট্রেনিং সেন্টারে এই কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজিপি মোখলেসুর রহমান।
১১৯৮ জন টিআরসি সমাপনী কুচকাওয়াজে অংশগ্রহণ করেন। এসময় খুলনা পুলিশ ট্রেনিং সেন্টারের অতিরিক্ত ডিআইজি কমান্ড্যান্ট শেখ ওমর ফারুক উপস্থিত ছিলেন।
অতিরিক্ত আইজিপি মোখলেসুর রহমান বলেন, স্বচ্ছতা ও জবাবদিহিতার সাথে পুলিশ বাহিনীকে দায়িত্ব পালন করতে হবে। জনসাধারণ যাতে কোন রকম হয়রানির শিকার না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। দেশের যে কোন সংকটময় পরিস্থিতিতে পুলিশ বাহিনীকে আত্মত্যাগী হওয়ার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে শ্রেষ্ঠ প্রশিক্ষণার্থী হিসেবে পুরস্কার গ্রহণ করেন (সব বিষয়ে চৌকস) ফরহাদ হোসেন, একাডেমিক বিষয়ে শ্রেষ্ঠ ইয়ামিন মাঝি, প্যারেডে শ্রেষ্ঠ মনির হোসেন, পিটিতে শ্রেষ্ঠ রউফ সানজানি, ম্যারাথনে শ্রেষ্ঠ তানভীর হোসেন এবং আনআর্মড কমব্যাটে শ্রেষ্ঠ আরিফুল হক।
এর আগে প্রধান অতিথি অভিবাদন গ্রহণ ও কুচকাওয়াজ পরিদর্শন করেন।
বিডি প্রতিদিন/১৪ জানুয়ারি ২০১৮/আরাফাত