নাশকতার অভিযোগে রাজশাহীতে অভিযান চালিয়ে ছাত্র শিবিরের দুই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার বেলা ১১টার দিকে রাজশাহী মহানগরীর আমচত্বর এলাকা থেকে তাদের গ্রেফতার করে রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)।
গ্রেফতার দুই শিবির নেতা হলেন নগরীর মেহেরচণ্ডি পূর্বপাড়া মহল্লার বাবর আলী মণ্ডলের ছেলে মিলন হোসেন (২৮) ও নাটোরের বড়াইগ্রাম উপজেলার গুরুমশীল গ্রামের মোখলেসুর রহমানের ছেলে রাশিদুল ইসলাম (২৪)।
মিলন শিবিরের রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সাবেক ক্রীড়া সম্পাদক। এখন তিনি নগরীর ২৬ নম্বর ওয়ার্ড শিবিরের সেক্রেটারি। আর রাশিদুল মহানগর শিবিরের শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক।
রবিবার বিকালে আরএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেফতার দুই শিবির নেতার বিরুদ্ধে নাশকতামূলক কার্যক্রমের সঙ্গে জড়িত থাকার তথ্য রয়েছে। তাই সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলায় গ্রেফতার দেখিয়ে তাদের কারাগারে পাঠানো হয়েছে।
বিডি-প্রতিদিন/১৪ জানুয়ারি, ২০১৮/মাহবুব