রাজধানীর মিরপুরের মণিপুর এলাকা থেকে ফরিদ মিয়া (২২) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত যুবকের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।
বৃহস্পতিবার সকালে ওই যুবকের মরদেহ উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, স্থানীয়দের খবরের ভিত্তিতে ভোরে ওই বাসার সামনে তার লাশ উদ্ধার করা হয়। ওই যুবক মিরপুরের মধ্যে মণিপুর এলাকার হাউজ ৬০৪ নম্বর বাসার কেয়ারটেকারের চাকরি করতেন ফরিদ।
বিডিপ্রতিদিন/ ১৮ জানুয়ারি, ২০১৮/ ই জাহান