সরকারের উদ্দেশে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অহঙ্কার-দাম্ভিকতা পরিহার করুন। দেশ রক্ষায় চলমান সঙ্কট কাটিয়ে উঠতে দেশের সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনায় বসুন। আগামীতে নিরপেক্ষ সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচনের উদ্যোগ নিন।
আজ মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে বিএনপি জোটের শরিক দল এনপিপি আয়োজিত এক প্রতিবাদ সভায় মির্জা ফখরুল এ মন্তব্য করেন।
এনপিপির একাংশের সভাপতি ড. ফরিদুজ্জামান ফরহাদের সভাপতিত্বে এতে আরও বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট নিতায় রায় চৌধুরী, বাংলাদেশ কল্যাণ পার্টিও চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মোহাম্মদ ইবরাহিম বীর প্রতীক প্রমুখ।
মির্জা ফখরুল আরও বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এ দেশের ১৬ কোটি মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক। দেশের স্বাধীনতা-স্বার্বভৌমত্ব ও গণতন্ত্রের স্বার্থে তাকে অবিলম্বে মুক্তি দিন। অন্যথায় এদেশের জনগণ দুর্বার আন্দোলন সংগ্রামের মাধ্যমে গণতন্ত্রের নেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করে আনবে।
বিডি প্রতিদিন/২০ ফেব্রুয়ারি, ২০১৮/ফারজানা