সাভার পৌর এলাকার ডগরমোড়া শ্রমিক কলোনির একটি টিনসেড বাড়ির সাতটি ঘর আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। এঘটনায় আগুন নেভাতে গিয়ে আহত হয়েছেন অন্তত ৫ জন। এসময় স্থানীয় প্রতিবেশীরা আগুন লাগার সংবাদটি পেয়ে তাদের চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনার চেষ্টা করে। তবে রাস্তা সরু হওয়ায় ফায়ার সার্ভিসের গাড়ি ভিতরে ঢুকতে পারেনি।
প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে মহসিনে আলমের মালিকানাধীন একটি টিনসেড বাড়ীতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মূহুর্তের মধ্যে টিনশেড হওয়ায় আগুন চতুরদিকে ছড়িয়ে পরে। আগুনে ময়না, মনির, ফারুক, রেবেকা, বেবী ও লাখির ভাড়াটে ৭টি কক্ষ আগুনে পুড়ে সম্পূর্ণ ভস্মিভূত হয়। এ সময় ভাড়াটিয়া সদস্যদের রুম গুলোতে থাকা নগদ টাকা,স্বর্ণ ও মূল্যবান আসবারপত্র আগুনে পুড়ে যায়। ফায়ার সার্ভিস ও স্থানীয় প্রতিবেশীরা প্রায় দেড় ঘন্টা চেষ্টার পর আগুন সম্পূর্ন নিয়ন্ত্রণে আসে।
খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার লিটন আহম্মেদ জানান- বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে বলা যাবে।
বিডিপ্রতিদিন/ ২১ ফেব্রুয়ারি, ২০১৮/ ই জাহান