রাজধানীর ওয়ারীর টিপু সুলতান রোডে বৈদ্যুতিক ট্রান্সফরমার বিস্ফোরণে দগ্ধ হয়ে মো. রমজান নামে এক তরুণ আহত হয়েছেন। বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি করা হয়েছে।
দগ্ধ রমজান ডেমরা বটতলা এলাকার বাসিন্দা। পেশায় তিনি একজন অটোচালক।
স্থানীয় সূত্রে জানা যায়, রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে ওয়ারীর টিপু সুলতান রোডের পানির পাম্পের সামনে সংরক্ষিত এলাকায় বিস্ফোরণের শব্দ হয়। পরে জানা যায়, বৈদুতিক ট্রান্সফরমারের বিস্ফোরণ ঘটেছে। ঘটনাস্থলে গিয়ে দেখা যায় এক তরুণ দগ্ধ হয়ে পড়ে আছে। তাকে উদ্ধার করে বুধবার দিবাগত রাত সোয়া ১টার দিকে ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়।
ওয়ারী থানার উপ-পরিদর্শক শাহ্আলম এসব তথ্য নিশ্চিত করেছেন।
বিডি প্রতিদিন/২২ ফেব্রুয়ারি ২০১৮/হিমেল