রাজধানীর দারুসসালামে অজ্ঞাতপরিচয় (২৮) এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার দিবাগত রাতে মরদেহ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য আজ সকালে মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।
দারুসসালাম থানার উপ-পরিদর্শক (এসআই) এনামুল হক জানান, গুদারটেক এলাকায় একটি টিনশেড বাড়ি থেকে গলায় ওড়না পেঁচানো অবস্থায় ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, অজ্ঞাত নারীকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।
বিডি প্রতিদিন/২২ ফেব্রুয়ারি ২০১৮/হিমেল