সরকারি চাকরিতে প্রবেশের বয়স ৩৫ বছরে উন্নীত করার দাবিতে ফের অনশনে যাচ্ছে বাংলাদেশ সাধারণ ছাত্র পরিষদ। সূত্রে জানা যায়, আগামীকাল শুক্রবার সকাল ১০টা থেকে জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান এবং অনশন কর্মসূচি পালন করবে তারা। সারাদেশ থেকে চাকরিপ্রার্থীরাও তাদের এ আন্দোলনে যোগ দিচ্ছেন।
বয়স ৩৫ করার দাবিতে সাধারণ ছাত্র পরিষদের সভাপতি মো. ইমতিয়াজ হোসেন জানান, উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে রাজনৈতিক দলাদলি, সংঘর্ষ, শিক্ষক রাজনীতি, ছাত্ররাজনীতিসহ নানা কারণেই সেশন জটে পড়তে হয়েছে আমাদের। চার বছরের সম্মান কোর্স শেষ করতে আমাদের অনেকের ৭ বছরের বেশি সময় লেগেছে। আমাদের এই সময় কে ফিরিয়ে দেবে? আমরা চাই সরকারি চাকরিতে প্রবেশের সময় ৩৫ বছর নির্ধারণ করে দেওয়া হোক।
বিডি প্রতিদিন/এ মজুমদার