শিরোনাম
- সৌদিতে আরও ১৭ হাজার নারী সংগীত শিক্ষক প্রশিক্ষণ পাচ্ছেন
- খামেনির ছবি পোড়ানোর পর যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার
- মেডিক্যাল শিক্ষকদের মূল বেতনের ৭০ শতাংশ প্রণোদনা ঘোষণা
- বিপিএলে ৫ দল, শুরু ডিসেম্বরের মাঝামাঝিতে
- বিএনপিতে যোগ দিলেন শহীদ মীর মুগ্ধের ভাই স্নিগ্ধ
- ঢাবিতে সহিংসতায় ছাত্রলীগ নেতাসহ ৪০৩ জনকে শোকজ
- দুই দল যা-ই বলে, সরকার তা-ই করে : মির্জা আব্বাস
- পদোন্নতি পাচ্ছেন এক হাজারের বেশি বিচারক
- ইরাক আগ্রাসনের ‘মূল হোতা’ সাবেক মার্কিন ভাইস প্রেসিডেন্টের মৃত্যু
- তরিকুল ইসলাম ছিলেন দলের দুর্দিনের কাণ্ডারি: তৃপ্তি
- জুডিসিয়াল সার্ভিস কমিশনে নিয়োগ পেলেন বিচারপতি আহমেদ সোহেল
- ‘১৭ বছর রাজপথে নির্যাতিত ত্যাগী কর্মীদের চোখে আজ আশার আলো’
- নির্বাচনের সময়ে ভুয়া খবর প্রচারে জেল-জরিমানা
- বগুড়ার ডিবির সাবেক ইনচার্জসহ দুইজনের প্রত্যাহার আদেশ বাতিল
- বগুড়ায় উদ্ধার হওয়া ৩৯ ককটেল নিষ্ক্রিয় করল সেনাবাহিনী
- ব্রাহ্মণবাড়িয়ায় তিন টিকিট কালোবাজারি গ্রেফতার
- জনশক্তি পাঠানোর লক্ষ্যে বাংলাদেশ-জাপান ১৩ সমঝোতা
- বিএনপির মনোনীত প্রার্থীকে বীরগঞ্জ-কাহারোলে ব্যাপক সংবর্ধনা
- শওকত-রনির কোলাকুলি, ধানের শীষকে বিজয়ী করার আহ্বান
- শেবাচিমে নতুন কেবিন ব্লক ও ফোয়ারা উদ্বোধন
'খালেদা জিয়ার রায়ের আগেই ড্রাফট হয়েছিল'
নিজস্ব প্রতিবেদক
অনলাইন ভার্সন
জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায় আগেই সচিবালয়ে ড্রাফট করা হয়েছিল বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। আজ শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের উদ্যোগে এক মানববন্ধনে তিনি এ অভিযোগ করেন।
জয়নুল আবদিন ফারুক বলেন, ‘আমাদের আইনজীবীরা প্রমাণ করে উপস্থাপন করতে পেরেছেন একটা ঘষামাজার মামলায় বেগম খালেদা জিয়াকে কোনো প্রকারেই সাজা দিতে পারে না। তাহলে এ সাজা কোথায় থেকে আসলো? আমরা শুনতে পেরেছি, রায়ের চারদিন আগে বিচারিক আদালতের কোনো একজন সচিবালয়ে গিয়েছিলেন। সেই মামলার ড্রাফট করেছিলেন কত বছর কাকে সাজা দেওয়া হবে।’
তিনি আরও বলেন, ‘আজকে আমরা জোর গলায় চিৎকার করে বলতে চাই, বেগম জিয়ার ও তারেক রহমানের বিরুদ্ধে কাল্পনিক মামলায় সাজা দেয়া হয়েছে। আর বাংলাদেশের অবৈধ প্রধানমন্ত্রী হয়ে আপনি অবৈধ সংসদে বেগম জিয়াকে কারাগারে রেখে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন। এটা কি গণতন্ত্রের নমুনা? এটা গণতন্ত্রের নমুনা নয়।’
বাংলাদেশে আবারও বাকশালী কায়দায় ক্ষমতা কুক্ষিগত করার পায়তারা করা হচ্ছে দাবি করে ফারুক বলেন, ‘১৯৭৫ সালে ২ মিনিটে সংসদে আওয়ামী লীগ সরকার যে বাকশাল কায়েম করেছিল, বাংলাদেশের সকল সংবাদপত্র বন্ধ করে দিয়েছিল, বেগম খালেদা জিয়াকে কারাগারে রেখে তারা আবারও সেই পরিকল্পনা করছেন।’
প্রধানমন্ত্রীকে অনুরোধ জানিয়ে তিনি বলেন, ‘আপনি যে কুরুচিপূর্ণ বক্তব্য রাখছেন সেই বক্তব্যগুলো দয়া করে বন্ধ করে বেগম জিয়াকে মুক্ত করে দিন। দেশে গ্রহণযোগ্য একটি নির্বাচনের ব্যবস্থা করুন।’
বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং দলটির ভাইস-চেয়ারম্যান শামসুজ্জামান দুদুসহ সব রাজবন্দীদের নিঃশর্ত মুক্তির দাবিতে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
আয়োজক সংগঠনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপনের সভাপতিত্বে মানববন্ধনে আরও বক্তব্য রাখেন- বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সহ-সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম বাবুল প্রমুখ।
বিডি প্রতিদিন/২৩ ফেব্রুয়ারি ২০১৮/এনায়েত করিম
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর