ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বৃহস্পতিবার মধ্যরাতে অবিশ্বাস্য ঘটনা ঘটেছে। বিমানের মধ্যে অনেক মশা থাকা যাত্রীরা হট্টগোল শুরু করেন। পরে সব যাত্রীদের নামিয়ে দেয়া হয়।
বিমানবন্দর কর্তৃপক্ষের সহায়তায় এক ঘণ্টা ধরে মশা নিধন কার্যক্রম পরিচালনা করা হয়। পরে রাত আড়াইটায় ফ্লাইটি ঢাকা ছাড়ে। মালয়েশিয়ান এয়ারলাইন্সের একটি ফ্লাইটে এ ঘটনা ঘটে।
বিমানে মশার অত্যাচারে প্রায় ভোগান্তিতে পড়তে হয় যাত্রীদের। সিভিল এভিয়েশনের এক কর্মকর্তাও বিষয়টি স্বীকার করেছেন। সূত্র: জাগো নিউজ
বিডি প্রতিদিন/২৩ ফেব্রুয়ারি, ২০১৮/ফারজানা