রাজধানী ঢাকার বনশ্রী ও মিরপুর থেকে প্রশ্নপত্র ফাঁসকারী চক্রের ৪ সদস্যকে গ্রেফতার করেছে র্যাব-১১। সেই সাথে প্রশ্ন ফাঁসের বিভিন্ন সরাঞ্জাম ও মোবাইল সীম উদ্ধার করেছে।
শুক্রবার বিকেলে র্যাব-১১ এর সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র্যাব-১১ এর অধিনায়ক (সিও) লেঃ কর্ণেল কামরুল হাসান (পিপিএম)।
তিনি আরও জানান, ৩ এপ্রিল থেকে এ পর্যন্ত সামাজিক যোগাযোগ মাধ্যমের সাহায্যে ভুয়া প্রশ্নপত্র সংগ্রহ ও প্রচারের সাথে জড়িত অনলাইন এ্যাডমিনসহ ৮ জন সদস্যকে ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সীসগঞ্জ ও কুমিল্লার বিভিন্ন এলাকা হতে গ্রেফতার করেছে র্যাব-১১। এ সংক্রান্ত ৭ টি মামলা রুজু করা হয়েছে। এরই ধারাবাহিকতায় ১৩ এপ্রিল র্যাব-১১ এর সদস্যরা রাজধানীর খিলগাঁও থানাধীন বনশ্রী এলাকা থেকে মোঃ ইয়াসির আরাফাত ওরফে সাউদ (২৮), জুবায়ের আহমেদ ওরফে জাবের (২০) এবং মোঃ রমজান আলী টিটু (১৮)কে গ্রেফতার করে। তাদের বাড়ি কুমিল্লা জেলার দাউদকান্দি থানা এলাকায়।
গ্রেফতার হওয়া মোঃ ইয়াসির আরাফাত ওরফে সাউদ এবং জুবায়ের আহমেদ ওরফে জাবের সহোদর ভাই। অপরজন মোঃ রমজান আলী টিটু তাদের দুঃসম্পর্কের চাচাতো ভাই বলে র্যাব জানায়। এসময় র্যাব সদস্যরা তাদের কাছ থকে ১৭ টি সিম কার্ড, ৩ টি মেমোরী কার্ড, ১ টি ট্যাব, ২ টি ল্যাপটপ, ১ টি কম্পিউটার, ১টি হার্ডডিস্ক, ১ টি পেনড্রাইভ ও ১ টি ব্লু -টুথ ডিভাইস উদ্ধার করে।
অন্যদিকে র্যাব-১১ এর আরেকটি দল মিরপুর এলাকায় অভিযান পরিচালনা করে মাহমুদ হাসান ওরফে প্রচ্ছদ ওরফে পারফেক্ট (২২) নামে একজনকে গ্রেফতার করে। তার বাড়ি জয়পুরহাট জেলার আক্কেলপুর থানা এলাকায়। সে বর্তমানে মিরপুর-২ এলাকায় বসবাস করে আসছে। এসময় র্যাব সদস্যরা তার কাছ থেকে ১টি মোবাইল, ১ টি ল্যাপটপ ও ৮ টি বিকাশ একাউন্ট যুক্ত সিম কার্ড জব্দ করে।
র্যাবের সিও জানান, রাজধানীর বনশ্রী হতে গ্রেফতারকৃত চক্রটি এইচএসসি ২০১৮ এর ভুয়া প্রশ্নপত্র প্রচার ও বিক্রয় ছাড়াও ২০১৭ এর এসএসসি ও এইচএসসি পরীক্ষার ভুয়া প্রশ্নপত্র সামাজিক যোগাযোগ মাধ্যম (ফেসবুক, মেসেঞ্জার) এর মাধ্যমে প্রচার করে এবং র্যাব কর্তৃক উদ্ধারকৃত ১১ টি বিকাশ নম্বরের মাধ্যমে ভুয়া প্রশ্নপত্র বিক্রয়ের টাকা লেনদেন করে। গ্রেফতারকৃত সদস্যরা ১ বছরের বেশী সময় ধরে ফেসবুক, মেসেঞ্জার এবং হোয়াটস্অ্যাপ এর মাধ্যমে ভুয়া প্রশ্নপত্র প্রচার ও বিক্রয় করে আসছে। গ্রেফতারকৃত ইয়াসির আরাফাত ভুয়া প্রশ্ন প্রচারকারী বিভিন্ন ফেসবুক, মেসেঞ্জার গ্রুপের এ্যাডমিন ও সদস্য বলে জানিয়েছে।
বিডিপ্রতিদিন/ ই-জাহান