রাজধানীর মিরপুর থেকে এক হোটেল কর্মচারীকে অপহরণ করে মুক্তিপণ দাবির ঘটনায় সাভার থেকে তিনজনকে গ্রেফতার করেছে র্যাব-৪। এ সময় একটি বহুতল ভবন থেকে অপহৃত হোটেল বয় সালাউদ্দিনকে (৫০) হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার করা হয়েছে। শনিবার সকালে সাভার পৌর এলাকার তালবাগ মহল্লা থেকে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন সাভার পৌর এলাকার নয়াবাড়ি মহল্লার সিরাজুল ইসলামের মেয়ে শান্তা আক্তার (২৫), রাজাবাড়ী মহল্লার খায়ের হাজীর ছেলে মো. সোহাগ অহম্মেদ সোহাগ (৩৫) ও মানিকগঞ্জের সিংগাইর এলাকার মিরাজ হকের ছেলে হাসিবুল হক হাসিফ (২৮)।
র্যাব-৪ সূত্রে জানা যায়, একটি চক্র হোটেল কর্মচারী সালাউদ্দিনকে কৌশলে মিরপুর থেকে অপহরণ করে সাভারে নিয়ে আসে। পরে তারা সালাউদ্দিনের পরিবারের কাছে কল করে ৫ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে। অন্যথায় তাকে হত্যার পর লাশ গুম করে ফেলার হুমকি দেয় অপহরণকারীরা। এঘটনায় অপহৃতের পরিবার বিকাশের মাধ্যমে মুক্তিপণের ত্রিশ হাজার টাকা প্রদান করে এবং র্যাবের কাছে সহযোগিতা চেয়ে লিখিত অভিযোগ দেন।
সালাউদ্দিনের ভাই সোহেল আহম্মেদ বলেন, শুক্রবার দুপুরে সালাউদিনকে বাসা থেকে ডেকে নিয়ে অপহরণ করা হয়। পরদিন মোবাইল ফোনের মাধ্যমে তাঁর কাছে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা। বিষয়টি র্যাব-৪-এর সাভার ক্যাম্পকে অবহিত করেন তিনি। পরে র্যাব সালাউদিনকে উদ্ধার করে।
র্যাব-৪ এর নবিনগর ক্যাম্পের সিনিয়র এএসপি মো. আনিসুল করিম বাংলাদেশ প্রতিদিনকে বলেন, সালাউদিনকে পরিকল্পিতভাবে অপহরণ করে মুক্তিপণ দাবি করেছিল অপহরণকারীরা। প্রযুক্তির সাহায্যে অপহরণকারীদের গতিবিধির ওপর নজর রেখে সালাউদিনকে উদ্ধার করা হয়েছে।
তিনি আরো বলেন, অপহৃতের পরিবারের লিখিত অভিযোগ পাওয়ার পর আমরা বিকাশ নম্বরের সূত্র ধরে তথ্যপ্রযুক্তির ব্যবহার করে অপরাধীদের অবস্থান সম্পর্কে নিশ্চিত হই। এরপর শনিবার সকালে সাভারের তালবাগ এলাকায় অভিযান চালিয়ে তিন অপহরণকারীকে আটক করি। পরে তাদের দেয়া স্বীকারোক্তী অনুযায়ী পার্শ্ববর্তী রাজাবাড়ী মহল্লার খায়ের হাজির বাড়ির ৬তলার একটি কক্ষে হাত-পা বাঁধা অবস্থা থেকে অপহৃত সালাউদ্দিনকে উদ্ধার করা হয়। সেই সঙ্গে গ্রেফতার করা হয় ৩ অপহরণকারীকে।
এ ব্যাপারে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিনুল কাদির বাংলাদেশ প্রতিদিনকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বিডি-প্রতিদিন/১৪ এপ্রিল, ২০১৮/মাহবুব