গাজীপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আবু হানিফ (৩৮) নামে এক দোকানদারের মৃত্যু হয়েছে। নিহত আবু হানিফ মেঘডুবি কলেরবাজার এলাকার বিল্লাল হোসেনের ছেলে।
শনিবার গাজীপুর সিটি করেপারেশনের মেঘডুবি কলেরবাজার এলাকায় বৈশাখী মেলায় দিবাগত রাতে এ ঘটনা ঘটে। তিনি মিষ্টি, পুরী ও সিঙ্গারার দোকান ব্যবসা করতেন।
স্থানীয় কাউন্সিলর মো. আজিজুর রহমান শিরিশ জানান, পহেলা বৈশাখ উপলক্ষে মেঘডুবি কলেরবাজার এলাকায় বৈশাখী মেলায় মিষ্টি পুরী ও সিঙ্গারার দোকান বসিয়ে ছিলেন আবু হানিফ। একপর্যায়ে রাতে জেনারেটর থেকে বিদ্যুৎ লাইন নেওয়ার সময় বিদুৎস্পৃষ্ট হন তিনি।
তিনি আরও জানান, পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল নিলে চিকিৎসক আবু হানিফকে মৃত ঘোষণা করেন।
বিডি প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর