আগামী ১৭ মে দাখিল করা হবে ব্লগার অভিজিৎ রায় হত্যা মামলার তদন্ত প্রতিবেদন। আজ মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। তদন্ত সংস্থা ডিবি পুলিশ প্রতিবেদন দাখিল না করায় নতুন তারিখ নির্ধারণ করা হয়।
ঢাকা মহানগর হাকিম গোলাম নবী রবিবার নতুন তারিখ নির্ধারণ করেন।
২০১৫ সালের ২৬ ফেব্রুয়ারি অমর একুশে বইমেলা থেকে বের হওয়ার পথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসির কাছে দুর্বৃত্তদের হাতে খুন হন অভিজিৎ। ওই ঘটনায় গুরুতর আহত হন তার স্ত্রী রাফিদা আহমেদ। পরে শাহবাগ থানায় অভিজিতের বাবা অধ্যাপক ড. অজয় রায় একটি হত্যা মামলা দায়ের করেন।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন