ঘুষের টাকাসহ গ্রেফতার হওয়ার ঘটনায় নৌপরিবহন মন্ত্রণালয়ের চিফ ইঞ্জিনিয়ার অ্যান্ড শিপ সার্ভেয়ার (চলতি দায়িত্ব) এসএম নাজমুল হককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। আজ নৌপরিবহন মন্ত্রণালয়ে এ সংক্রান্ত আদেশ জারি করেছে।
নৌপরিবহন মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত (বৃহস্পতিবার) ১২ এপ্রিল দুর্নীতি দমন কমিশন (দুদক) কর্তৃক তাকে গ্রেফতারের পরিপ্রেক্ষিতে গ্রেফতারের তারিখ থেকে তাকে সাময়য়িক বরখাস্ত করা হয়েছে।
উল্লেখ্য, নৌযানের নকশা অনুমোদন ও নামকরণে অনাপত্তিপত্রের জন্য পাঁচ লাখ টাকা ঘুষ নেওয়ার সময় নৌপরিবহন অধিদফতরের প্রধান প্রকৌশলী ড. এসএম নাজমুল হককে ১২ এপ্রিল বিকেল সোয়া ৬টায় সেগুন বাগিচার ‘সেগুন হোটেল’ থেকে গ্রেফতার করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বিডি প্রতিদিন/১৫ এপ্রিল ২০১৮/হিমেল