গাজীপুরের টঙ্গীর নতুনবাজার এলাকায় ট্রেন দুর্ঘটনায় আহতদের চিকিৎসার দায়িত্ব নিয়েছে রেল মন্ত্রণালয়। আজ সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঢামেক হাসপাতালে আহতদের চিকিৎসার খোঁজ খবর নেওয়া শেষে রেলমন্ত্রী মুজিবুল হক এ কথা জানান।
এসময় তিনি বলেন, ট্রেন দুর্ঘটনা আহতদের চিকিৎসার দায়িত্ব নিয়েছে রেল মন্ত্রণালয়। দুর্ঘটনায় যারা প্রাণ হারিয়েছেন তাদের পরিবারকে আর্থিক সহযোগিতা করা হবে।
এ সময় মন্ত্রীর সঙ্গে ছিলেন ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল একেএম নাসির উদ্দিন।
বিডি প্রতিদিন/১৫ এপ্রিল ২০১৮/হিমেল