রাজধানীর শ্যামলী এলাকায় নির্মাণাধীন একটি ভবন থেকে পড়ে মাসুদ আলী (২৬) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার (১৬ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ইউসুফ আলী (২৩) নামে অপর এক শ্রমিক আহত হয়েছেন।
জানা যায়, আদাবর শ্যামলী বিজলী মহল্লা এলাকায় একটি ১৬ তলা ভবনের নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করতেন মাসুদ। সকালে মাসুদ ও ইউসুফ ৭ তলার বাইরের দিকে মাচা বেঁধে কাজ শুরু করেন। কাজ করার সময় হঠাৎ মাচা ভেঙে নিচে পড়ে গিয়ে গুরুতর আহত হয়।
এসময় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক দুপুর ১টার দিকে মাসুদ আলীকে মৃত ঘোষণা করেন। আহত ইউসুফ বর্তমানে ঢামেক চিকিৎসাধীন রয়েছেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) বাবুল মিয়া জানান, ময়নাতদন্তের জন্য ওই শ্রমিকের মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
বিডি প্রতিদিন/১৬ এপ্রিল ২০১৮/হিমেল