চলতি উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার ভুয়া প্রশ্নপত্র দিয়ে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে রাজশাহীর চারঘাট উপজেলা থেকে এক যুবককে আটক করেছে র্যাব। রবিবার গভীর রাতে নিজ বাড়ি থেকে তাকে আটক করে র্যাব-৫ এর একটি দল। পরে সোমবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব এ তথ্য জানায়।
আটক যুবকের নাম রনি সরকার (২০)। তিনি উপজেলার রাওথা গ্রামের কালাম সরকারের ছেলে।
র্যাবের বিজ্ঞপ্তিতে জানানো হয়, সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে পরীক্ষার্থীদের কাছে ভুয়া প্রশ্ন সরবরাহ করছিলেন রনি। এর বিনিময়ে বিকাশের মাধ্যমে হাতিয়ে নিচ্ছিলেন টাকা। তার ব্যাপারে তথ্য পেয়ে র্যাব তাকে আটক করে। এ সময় তার কাছ থেকে তিনটি মোবাইল ফোন, ১৪টি সিমকার্ড, একটি মেমোরি কার্ড, দুটি কার্ডরিডার, একটি সিপিইউ, একটি মনিটর ও প্রশ্নপ্রত্র বিক্রির নগদ ১০ হাজার ৫০০ টাকা জব্দ করা হয়।
র্যাব জানায়, আটকের পর তাকে র্যাব-৫ এর সদর দফতরে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদ শেষে সোমবার সকালে তাকে চারঘাট থানায় সোপর্দ করা হয়। এই ঘটনায় তার বিরুদ্ধে থানায় একটি মামলাও করা হয়েছে।
বিডি প্রতিদিন/১৬ এপ্রিল ২০১৮/আরাফাত