রাজধানীর মুগদার মান্ডা এলাকায় বিপ্লব নামে এক যুবলীগ নেতা ও তার সহযোগীদের ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছেন শামীম আহমেদ (৩০) নামে এক স্বেচ্ছাসেবক লীগ নেতা। সোমবার রাতে মান্ডার চেয়ার আলীর গলিতে শামীমকে ছুরিকাঘাত করা হয়।
পরে তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়।
শামীম স্বেচ্ছাসেবক লীগের ঢাকা মহানগরের ৬ নং ওয়ার্ড শাখার সাধারণ সম্পাদক।
মুগদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক জানান, অন্তঃকোন্দলে শামীমকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করেন বিপ্লব ও তার সহযোগীরা। ঘটনা খতিয়ে দেখা হচ্ছে।
বিডি প্রতিদিন/১৬ এপ্রিল ২০১৮/আরাফাত