রাজধানীর উত্তরায় জাল ভিসা তৈরির কারখানা থেকে চার জনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার সকালে এ তথ্য জানিয়েছেন মহানগর পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার মাসুদুর রহমান।
তিনি জানান, সোমবার রাতে রাজধানীর উত্তরায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে জাল ভিসা, বিপুল পরিমাণ পাসপোর্ট, ভুয়া নিয়োগপত্র, কম্পিউটার প্রিন্টার, স্ক্যানারসহ বিভিন্ন ধরনের সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
বিডি প্রতিদিন/১৭ জানুয়ারি, ২০১৮/ফারজানা