Bangladesh Pratidin || Highest Circulated Newspaper
শিরোনাম
প্রকাশ : ১৭ এপ্রিল, ২০১৮ ১৪:২৪

'প্রবৃদ্ধির ধারা থেকে বেরিয়ে আয়হীন কর্মসংস্থানের দিকে এগুচ্ছে দেশ'

নিজস্ব প্রতিবেদক

'প্রবৃদ্ধির ধারা থেকে বেরিয়ে আয়হীন কর্মসংস্থানের দিকে এগুচ্ছে দেশ'

সিপিডির সম্মানীয় ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, দেশ এখন কর্মসংস্থানহীন প্রবৃদ্ধির ধারা থেকে বেরিয়ে আয়হীন কর্মসংস্থানের দিকে এগুচ্ছে। এ ছাড়া ব্যাংক খাতে চরম বিশৃংলা বিরাজ করছে। এ খাত বর্তমানে এতিম অবস্থায় রয়েছে। এ জন্য ব্যাংকের রক্ষকরাই ভক্ষক হিসেবে কাজ করছে। ফলে আমাদের অর্থনীতি এখন একটা ভ্রমের মধে রয়েছে।

আজ সিরডাপ মিলনায়তনে জাতীয় বাজেট ২০১৮-১৯ সিপিডির সুপারিশমালা শীর্ষক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, চলতি অর্থবছর শেষে রাজস্ব ঘাটতি দাঁড়াবে ৫০ হাজার কোটি টাকা।

বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন


আপনার মন্তব্য