জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক আফতাব আহমাদ হত্যা মামলায় বিএনপির সাবেক এমপি মফিকুল হাসান তৃপ্তির রিমান্ড শুনানির জন্য আগামী সোমবার দিন ধার্য করেছে আদালত। আজ ঢাকা মহানগর হাকিম ফাহাদ বিন আমিন চৌধুরী এ আদেশ দেন।
এর আগে তৃপ্তিকে আদালতে হাজির করে ১০ দিন রিমান্ডে নেওয়ার আবেদন করেন তদন্ত কর্মকর্তা সিআইডি পুলিশের পরিদর্শক সুব্রত কুমার সাহা।
রিমান্ড আবেদনে বলা হয়, ২০০৮ সালের ১০ এপ্রিল এ মামলার আসামি সানজিদুল হাসান ইমন স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে তৃপ্তির কথা বলেছেন। তাই ঘটনার মূল রহস্য উদঘাটনের জন্য আসামি তৃপ্তিকে ১০ দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। এরআগে আসামি তৃপ্তিকে বুধবার রাজধানী থেকে গ্রেফতার করে সিআইডি।
মামলা সূত্রে জানা গেছে, ২০০৬ সালের ২৩ সেপ্টেম্বর রাতে রাজধানীর ফুলার রোডে ঢাকা বিশ্ববিদ্যালয় কোয়ার্টারের চতুর্থ তলায় নিজ বাসায় অধ্যাপক আফতাবকে গুলি করা হয়। সেদিন কলিংবেলের শব্দে গৃহকর্মী দরজা খুলে দিলে জিনস প্যান্ট ও মাথায় ক্যাপ পরা একজন দ্রুত ভেতরে ঢুকে তাঁকে তিনটি গুলি করে পালিয়ে যান।
ওই সময় অন্য আরেক খুনি ছিলেন বাসার সিঁড়ির নিচে। পরে তিন দিন পর সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় অধ্যাপক আফতাব মারা যান। এঘটনায় নিহতের স্ত্রী শাহবাগ থানায় হত্যা মামলা করেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার