গাজীপুর সিটি করপোরেশনের পূবাইল নারায়ণকুল এলাকায় একটি যাত্রীবাহী মিনিবাস খাদে পড়ে ওয়াসিম (৩০) নামে এক পোশাক শ্রমিক নিহত হয়েছেন। শনিবার (১১ আগস্ট) সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ দুর্ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে আরও ১০ শ্রমিক।
নিহত ওয়াসিম ময়মনসিংহের ফুলপুর থানার সিঙ্গারচর এলাকার আব্দুর রশিদের ছেলে। আহতদের পরিচয় জানা যায়নি।
প্রত্যাক্ষদর্শীদের বরাত দিয়ে পূবাইল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. শফিকুল আলম জানান, টঙ্গী থেকে ১০ থেকে ১৫জন শ্রমিক নিয়ে একটি মিনিবাস কালীগঞ্জের উলোখোলা যাচ্ছিল। একপর্যায়ে সেটি পূবাইল নারায়ণকুল এলাকায় এলে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ১১ জন শ্রমিক আহত হয়। পরে পুলিশ ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে টঙ্গীর একটি হাসপাতালে নিলে চিকিৎসক ওয়াসিমকে মৃত ঘোষণা করেন।
বিডি প্রতিদিন/১১ আগষ্ট ২০১৮/হিমেল