ঢাকায় গণমাধ্যম কর্মীদের উপর হামলার ঘটনায় জড়িতদের চিহ্নিত করে শাস্তির দাবিতে মানববন্ধন করেছে রাজশাহী সাংবাদিক ইউনিয়ন। শনিবার সকালে নগরীর আলুপট্টি বঙ্গবন্ধু চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি কাজী শাহেদের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন বিএফইউজে সদস্য জাবীদ অপু, রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি শরীফ সুমন, মেট্রোপলিটন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম, রাজশাহী বিশ^বিদ্যালয় রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক আলী ইউনুচ, রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটির সভাপতি শামসুন্নাহার সুইটি।
মানববন্ধন থেকে দ্রুত হামলাকারীদের চিহ্নিত করে শাস্তির আওতায় নিয়ে আসার দাবি জানিয়ে বক্তারা বলেন, সরকার ও গণমাধ্যমকে মুখোমুখি করতে একটি কুচক্রী মহল পরিকল্পিতভাবে এমন ঘটনা ঘটাচ্ছে। তাদের চিহ্নিত করে শাস্তির আওতায় নিয়ে আসার দায়িত্ব তাই সরকারের। সরকারের উচিত এসব ষড়যন্ত্রকারীদের চিহ্নিত ও হামলাকারীদের শাস্তির আওতায় নিয়ে আসা।
বিডি-প্রতিদিন/১১ আগস্ট, ২০১৮/মাহবুব