রজনীগন্ধা ফুলের স্টিক দিয়ে শুভেচ্ছা জ্ঞাপন। সাথে একটু মুচকি হাসি। সেই হাসি ও ফুল দেখে চালক আবেগে আপ্লুত। এসময় চালকরাও হাসি আটকাতে পারেন না। চালকদের সাথে এমন অভিনব আচরণ করতে দেখা গেছে নারায়ণগঞ্জ ট্টাফিক পুলিশের সার্জেন্টদের।
গাড়ির ফিটনেস সার্টিফিকেট, চালকের লাইসেন্সসহ আনুষঙ্গিক কাগজ যাদের ঠিক রয়েছে তাদের সাথে এ আচরণ করেছেন নারায়ণগঞ্জ ট্টাফিক বিভাগ। ট্টাফিক সপ্তাহের শেষ দিনে শনিবার সকাল ৯ টা থেকে চলে তাদের এ কার্যক্রম। আর যে সকল পরিবহনের কাগজপত্র ঠিক ছিল না তাদের করা হয়েছে নিয়মমাফিক মামলা। তবে তাদেরকে হাসি মুখে তাগাদা দেয়া হয়েছে কাগজপত্র ঠিক করতে।
সিনিয়র সহকারী পুলিশ সুপার (ট্রাফিক) আব্দুর রশিদের নেতৃত্বে চলা এ কার্যক্রম উপলক্ষ্যে এসময় অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা ট্রাফিক পুলিশের টিআই (প্রশাসন) মোল্লা তাসলিম হোসেন, টিআই মো. শরিফ-উল-ইসলাম, টিআই জিয়াউল করিমসহ নারায়ণগঞ্জ ট্টাফিক বিভাগের অন্যান্য কর্মকর্তারা।
বিডি প্রতিদিন/১১ আগষ্ট ২০১৮/হিমেল