রাজধানীর বিমানবন্দর সড়ক সংলগ্ন কুর্মিটোলায় দুই বাসের রেষারেষিতে পড়ে দুই শিক্ষার্থী নিহতের ঘটনায় অভিযুক্ত জাবালে নূর কোম্পানির ৬টি বাস জব্দ করা হয়েছে।
বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) কর্তৃক রুট পারমিট বাতিল করা স্বত্ত্বেও রাস্তায় চলাচলের অভিযোগে বাস ৬টি জব্দ করে র্যাব।
শনিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি মিজানুর রহমান। তিনি জানান, রুট পারমিট বাতিল স্বত্ত্বেও পরিবহন পরিচালনার অভিযোগে জাবালে নূর পরিবহনের ৬টি বাস রাজধানীর বিভিন্ন এলাকা থেকে আটক করেছেন র্যাব-১ ও র্যাব-৪ সদস্যরা। বিষয়টি যাচাই-বাছাই শেষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
বিডি-প্রতিদিন/১১ আগস্ট, ২০১৮/মাহবুব