ময়মনসিংহের গৌরীপুরে মাইক্রোবাস চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শনিবার বিকেলে উপজেলার চর শ্রীরামপুরে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সাদেকুল ইসলাম (১৮) ও আরাফাত রহমান (১৮)।
গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান জানান, বিকেলে একটি মাইক্রোবাস ওই মোটরসাইকেলটিকে চাপা দিয়ে দ্রুত সটকে পড়ে। এতো ঘটনাস্থলেই একজন ও পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আরও একজন মারা যান। দুর্ঘটনা কবলিত মোটরসাইকেলটিকে উদ্ধার করা হয়েছে। মাইক্রোবাসটিকেও আটকের চেষ্ট চলছে।
বিডি প্রতিদিন/১১ আগস্ট ২০১৮/আরাফাত