গাজীপুরের হোতাপাড়া থেকে সাজিম হোসেন নামে ৮ বছরের এক শিশুকে অপহরণের ৩ পর শনিবার সন্ধ্যায় গজারি বন থেকে লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে ১ জনকে আটক করা হয়েছে।
শিশু সাজিম হোসেন গাজীপুর সদর উপজেলার হোতাপাড়া গ্রামের সেলিম হোসেন ও আরিফা খাতুন দম্পতির ছেলে।
জানা যায়, অপহরণের পর মোবাইলে মুক্তিপণ দাবি করে। মুক্তিপণ না পেয়ে শিশুটিকে হত্যা করে গজারি বনে পুতে রেখেছে। শিশুটির এক আত্মীয়কে সন্দেহজনকভাবে আটক করলে অপহরণ ও হত্যার বিষয়টি খোলাসা হয়। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্য দেখা দিয়েছে।
মা আরিফা জানান, আমার ছেলে সাজিম কাপাসিয়ার দরদরিয়া এলাকায় থেকে পড়াশোনা করতো। বৃহস্পতিবার তাকে বাড়িতে রেখে অন্যত্র যাই। সেখানে অবস্থানকালে আমার মোবাইল ফোনে ছেলেকে অপহরণ করা হয়েছে বলে এক লাখ টাকা মুক্তিপণ দাবি করে। মুক্তিপণের টাকা না দিলে খুন করে লাশ গুম করে ফেলবে বলে জানায়।
এ ঘটনায় জয়দেরপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। হোতাপাড়া পুলিশ ফাঁড়ি’র উপ-পরিদর্শক সাইফুল মালেক জানান, বাদীর অভিযোগের ভিত্তিতে বিভিন্ন সূত্রের মাধ্যমে নিহত সাজিমের ফুফাতো বোন জামাই মাহাবুবকে আটক করি। পরে তার তথ্যের ভিত্তিতে বাড়ির পাশের গজারি বন থেকে লাশটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য দেখা দিয়েছে।
বিডি প্রতিদিন/এনায়েত করিম