রাজধানীর ওয়ারীতে দুষ্কৃতিকারীদের গুলিতে ওর্য়াড যুবলীগের দুই নেতাসহ ৩ জন আহত হয়েছেন।
শনিবার রাত পৌনে ৯টার দিকে এ ঘটনা ঘটে। তাদেরকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতরা হচ্ছেন, ৪১ নম্বর ওর্য়াডের সাধারণ সম্পাদক মো. জুয়েল (৩২), তার বাম পায়ে গুলিবিদ্ধ। একই ওর্য়াডের ৩ নং ইউনিটের সভাপতি মো. রবিন (৩০)। তার ডান পায়ে গুলিবিদ্ধ। যুবলীগ কর্মী মো. কাজল (৩৭) বাম উরুতে গুলিবিদ্ধ হয়।
আহত অবস্থায় বন্ধুরা তাদের উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে আসেন।
আহত রবিন জানান, দক্ষিণ মুসনদি গোস্তের দোকানে বসে কয়েকজন মিলে কথাবার্তা বলছিলাম, হঠাৎ মুখোশধারী এক যুবক এসে কোন কিছু বুঝে উঠার আগেই গুলি চালায়। তিনি বলেন, সন্ত্রাসীরা ৫ জন ছিল। বাকিরা ফাকা গুলি করতে করতে চলে যায়। তবে কি কারণে কারা গুলি চালিয়েছে, সে ব্যাপারে কিছুই বলতে পারেননি তিনি।
ঘটনার সত্যতা নিশ্চিত করেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মো. বাচ্চু মিয়া। তিনি বলেন, তিন জন গুলিবিদ্ধ ঢামেকে চিকিৎসাধীন রয়েছেন।
বিডি-প্রতিদিন/ই-জাহান