রাজধানীর গুলিস্তান জিরো পয়েন্ট এলাকায় আজ বিকেলে বাসচাপায় এক যুবকের মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় গুরুতর আহত ওই যুবককে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত যুবকের পরনে চেক লুঙ্গি ও কোমরে লাল গামছা এবং গায়ে ছিল হাফ হাতা শার্ট। ঘাতক বাসটি জব্দ করা হলেও চালক পালিয়েছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলে জানান পল্টন থানার উপ-পরিদর্শক (এসআই) ওয়ালিউর রহমান।
বিডি প্রতিদিন/এ মজুমদার