মানবতাবিরোধী অপরাধ মামলার আসামি কারাবন্দী আব্দুর রহমান (৮৩) ঢাকা মেডিকেলে কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ।
তার বাড়ি নেত্রকোনায়। বুধবার রাত সাড়ে ৮টার দিকে ঢামেকের মেডিসিন বিভাগে তার মৃত্যু হয়।
এরআগে দুপুরের দিকে তাকে ঢাকা কেন্দ্রীয় কারাগার (কেরানীগঞ্জ) থেকে অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়।
হাসপাতালে ঢাকা কেন্দ্রীয় কারাগারের কারারক্ষী অাবু হানিফ জানায়, মেডিসিন বিভাগের ৬০২ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছিলো তাকে।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ